করোনা ভাইরাস- ভৈরবে উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

corona

জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক মৎস্য ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাতেই ভৈরব থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে আনা হয়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই রোগীকে যখন আনা হয়, তখন তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

শুক্রবার (১৫ মে) দুপুরে ভৈরব থেকে ওই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনায় তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে জানা যাবে।