জেলা প্রতিবেদকঃ সাভারে গত ২৪ ঘণ্টায় শিল্প পুলিশের সাত সদস্যসহ ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৯।
পাশের উপজেলা ধামরাইয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুজন। সেখানে মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৮ জন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত শনিবার ৭০ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। আজ রোববার এসব নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। এদের সাতজন শিল্প পুলিশ।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে গত শনিবার পর্যন্ত ১ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। মারা গেছেন তিনজন। তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে সাভারে বেশি করে নমুনা সংগ্রহ করা প্রয়োজন। এ জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে নমুনা সংগ্রহের বুথ বসানো হবে। তার প্রস্তুতি চলছে।