জেলা প্রতিবেদকঃ করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়িচিনিস গ্রামে শনিবার মোসাম্মৎ নারগিস আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ওই নারীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস গ্রামের মৃত হেকমত আলীর বড় মেয়ে নারগিছ আক্তার গত কয়েক দিন ধরে জ্বর, ঠান্ডা-কাঁশি ও গলা ব্যথায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তাকে করোনা পরীক্ষা করতে বললেও তিনি তা আমলে না নিয়ে সাধারণ জ্বর কাশি বলে বাড়িতে নিজে নিজে চিকিৎসা নিচ্ছিলেন।
শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তিনি মারা যান।
এদিকে করোনার উপসর্গ নিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাশ দাফন থেকে বিরত থাকে।
বিকেলে খবর পেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গিয়ে নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের গঠিত সেচ্ছাসেবক টিমের মাধ্যমে ওই নারীর লাশ দাফন করা হয়।