করোনা রোগী, অসহায় ও দুঃস্থদের মাসব্যাপী খাবার দিবে রেড ক্রিসেন্ট

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায়, দুঃস্থ করোনা আক্রান্ত রোগীদের আগামী এক মাসের জন্য দুপুরের খাবার দিবে রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (২২ জুন) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মাসব্যাপী খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় জেলা হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগী, হাসপাতাল সংলগ্ন এলাকার বিভিন্ন অসহায়, খেটেখাওয়া, দুঃস্থ মানুষদের দুপুরের খাবার দেয়া হবে। আগামী মাসের জন্য জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিদিন ৩০০ জনকে খাবার বিতরণ করবে। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের যুব প্রধান সুমাইয়া ইসলাম জানান, আগামী একমাসের জন্য খাবার বিতরণের উদ্বোধন করা হলেও পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনায় তা বাড়ানো হবে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাজের অসহায়, দরিদ্র, দুঃস্থ মানুষদের জন্য রেড ক্রিসেন্ট এই কর্মসূচি চালু করেছে। করোনা রোগী ছাড়াও হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদেরও একবেলা দুপুরের খাবার দেয়া হবে। দুপুরের খাবারে খিচুড়ী, মাংসভাতসহ একেক দিনে একেক খাবার পরিবেশন করা হবে। 

খাবার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. আব্দুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব আশিক আহমেদ ফারুক, ইউনিট লেভেল অফিসার মাহবুব আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সমাজসেবক মাখন, যুব প্রধান সুমাইয়া ইসলামসহ রেড ক্রিসেন্টের ১০ জন স্বেচ্ছাসেবকরা। 


উল্লেখ্য, গত শনিবার (১৯ জুন) চাঁপাইনবাবগঞ্জের করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে ২৪ ঘন্টার এ্যাম্বুলেন্স সেবা চালু করে রেড ক্রিসেন্ট সোসাইটি।