করোনা সন্দেহে রাজস্থলীতে আইসোলেশনে ৩ শ্রমিক

করোনা

জেলা প্রতিবেদকঃ রাঙামাটির রাজস্থলী উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তিন শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৬) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা বলেন, বিকেলে তিন জন ব্যক্তি জ্বর, কাশি নিয়ে উপজেলা হাসপাতালে এলে তাদের করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশনে রাখা তিনজনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি গার্মেন্টসের শ্রমিক।

তিনি বলেন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হবে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান বলেন, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সৈয়দ ওমর রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন।