কর্মস্থল ঢাকায় যাওয়ার পথে লাশ হলেন সাতক্ষীরা এক যুবক

শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে বাড়িতেই আটকে ছিলেন আমানুল্লাহ ফকির (২০)। অবশেষে শুক্রবার ঢাকার কর্মস্থলে যেতে একটি পিকআপ ভ্যানে উঠেছিলেন। কিন্তু পথিমধ্যে দুর্ঘটনায় লাশ হয়ে ফিরেছেন সাতক্ষীরার তালার বাড়িতে।  শুক্রবার রাত সাড়ে দশটার দিক যশোরের সুতিঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, আমানুল্লাহ ফকির সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে মৃত মাজেদ ফকিরের ছেলে। আমানুল্লাহ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন।

বড়ভাই মিঠু ফকির জানান, রবিবার সকালে কর্মস্থলে যোগদানের কথা ছিল আমানুল্লাহর। দূরপাল্লার বাস বন্ধ থাকায় শুক্রবার রাতে কর্মস্থলে জন্য তালার কৃষ্ণকাটী এলাকা থেকে ঢাকাগামী পান বহনকারী একটি পিকআপে উঠেছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিক যশোরের সুতিঘাটা নামক এলাকায় পিকআপ উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আমানুল্লাহ।

দুর্ঘটনায় পিকআপ চালক মুস্তাফিজুর রহমান (৩০) আহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের কৃষ্ণ কাটী  গ্রামের দিদারুল মোড়লের ছেলে। মুস্তাফিজ যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।