
ক্রীড়া ডেস্ক : মৌসুম শুরুর আগে আবারও কর ফাঁকির অভিযোগে আদালতের বারান্দায় হাজির হতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সোমবার সকালে কর ফাঁকির মামলায় স্প্যানিশ আদালতে হাজির হয়েছেন রিয়াল মাদ্রিদ এ সুপারস্টার।
স্প্যানিশ ট্যাক্স কৌঁসুলিরা দাবি করছেন ২০১০ সাল থেকে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো। তবে রোনালদো ও তার ব্যবস্থাপকদের দাবি, সব কর ঠিকমতোই পরিশোধ করে আসছেন তারা।
গত বছর একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন রোনালদোর সময়ের অন্যতম সেরা আরেক তারকা লিওনেল মেসি। কর ফাঁকির অভিযোগ প্রমানীত হওয়ায় ২১ মাসের সাজা পেয়েছিলেন বার্সেলোনা সুপারস্টার। ২ বছরের কম এবং সহিংস অপরাধ না হওয়ায় জেলে যাওয়া থেকে মু্ক্তি পান আর্জেন্টাইন তারকা। তবে আর্থিক জরিমানা হিসেবে ২ লাখ ৫২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে মেসিকে।
মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগটি ছিল ৪.১ মিলিয়ন ইউরোর । তার চেয়ে ১০.৬ মিলিয়ন ইউরো বেশি কর ফাঁকির অভিযোগ রয়েছে রোনালদোর বিরুদ্ধে।
রোনালদোর মামলা বিচারের জন্য পাঠানো হলে আর সেটিতে দোষী সাব্যস্ত হলে বড় শাস্তি পেতে পারেন পর্তুগিজ তারকা। স্প্যানিশ ইনল্যান্ড রেভিনিউর গেস্থা ইউনিয়নের বিশেষজ্ঞরা জানিয়েছেন, অভিযোগ প্রমানীত হলে ২৮ মিলিয়ন ইউরো জরিমানা হতে পারে রোনালদোর। সেই সঙ্গে সাড়ে তিন বছরের জেলও হতে পারে সিআরসেভেনের ।