
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আমান রেজা ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ-ঋত্বিকা সেন। বর্তমানে কলকাতায় ‘আক্রোশ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কলকাতার বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন আমান রেজা।
মুঠোফোনে কলকাতা থেকে আমান রেজা বলেন, ‘কয়েকদিন আগে কলকাতা এসেছি। এখানে আক্রোশ সিনেমার শুটিং করছি। এছাড়া নতুন আরো একটি সিনেমার কথা চলছে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগির এর দৃশ্যায়ন শুরু হবে।’
কলকাতার নির্মাতা বাতিন সাহার পরিচালনায় এ সিনেমায় আমানকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এছাড়া সায়নী ঘোষকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে বলেও জানান আমান।
এর আগে ওপার বাংলার ভীষণ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘শেষ বেলা’ সিনেমায় অভিনয় করেন আমান রেজা। সুশান্ত মন্ডল ও বিষ্ণু পরিচালিত এতে আমানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল মুখার্জি। আমান এ পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত ২০টি সিনেমা মুক্তি পেয়েছে।