কলচেপে পানি পান করে ভাইরাল হাতি

আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল এক হাতি। মানুষের মতই গুন রয়েছে রূপা নামে এ হাতিটির। সে নিজের কাজ নিজেই করতে পারে। ছোট বেলা থেকে বেঁড়ে উঠেছেন ভারতের আসামে। বড় হওয়ার পর তাকে আসাম থেকে নেওয়া হয় ভারতের রাজ্য মহারাষ্ট্রের বান্দ্রা টাইগার রির্জাভ ফরেস্টে। অজানা এক দুর্যোগে বনের সকল হাতি মারা গেলেও একা বেঁচে যায় হাতিটি।

তার জীবন বাঁচাতে পরে তাকে হস্তান্তর করা হয় কামালাপুর ক্যাম্পে। কিন্তু সেখানে দেখা দেয় অন্য এক সমস্যা, অন্য সকল হাতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিল রূপা। তাই নিজের কাজগুলো একা একা করার সিদ্ধান্ত নেয় এ হাতি। পানিতেষ্টার পর যদি আশেপাশের পুকুর ডোবায় পানি না থাকে তাহলে সে একাই চাপকল চেপে পানি পান করে। হাতিটির এমন প্রতিভার ভিডিও একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেঁড়ে দিলে সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।

ভারতের জলশক্তি মন্ত্রণালয় পানি সংকট মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাতিটির সেই ভাইরাল ভিডিও নিজেদের পেজে টুইট করে। এতে দেখা যায় হাতিটি নিজেই কল চেপে পানি বের করছে এবং পান করছে। টুইটে আরও বলা হয় ‘যখন একটি হাতিও বোঝে প্রতি ফোটা পানির মূল্য কত’।

মূলত পানি সংরক্ষণের গুরুত্ব বিবেচনায় এমনটা করা হয়েছে বলে জানা যায়। প্রয়োজনের সময় পানির গুরুত্ব কত তা বোঝানোই ছিল মূল উদ্দেশ্য।

অনেকে পানির গুরুত্বের কথা না ভেবে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া পানির অপচয় করেন। অনেক সময় পানির ট্যাপ চালু করে রাখেন। এতে যেমন পানির অপচয় হয় তেমনি প্রয়োজনে পানির সংকট তীব্র হয়ে ওঠে। একটি হাতি যদি পানির গুরুত্ব বুঝতে পারে তাহলে মানুষের পক্ষে কেন বোঝা সম্ভব নয়।

প্রায় ১৭ হাজার বার দেখা হয়েছে এ ভিডিও। অনেকে বিরূপ মন্তব্যও করেন যে, মানুষের চেয়েও অন্য প্রাণী বেশি বুদ্ধিমান।

পৃথিবীর ৭০ শতাংশ পানিতে ঢাকা, কিন্তু বিশুদ্ধ পানি পর্যাপ্ত নয়। আমরা দৈনন্দিন কাজ যেমন পানি পান, গোসল ও চাষাবাদে প্রচুর পরিমাণে ব্যবহার করি। কিন্তু এ পানির শুধু তিন শতাংশ খাওয়ার উপযোগী এবং দুই তৃতীয়াংশ অব্যবহারযোগ্য। জলবায়ু পরিবর্তনের কারণে পানি সংকট বাড়ছে বিশ্বজুড়ে। ভারতেও পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ভারতে সংকট মোকাবিলায় ২০১৯ সালে গঠন করা হয় জলশক্তি মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি, এনডিটিভি