কলমাকান্দায় হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়েছে আসামি

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা থানার চুরি মামলায় রিমান্ডের আসামি সাইনুল ইসলাম (২২) হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। শুক্রবার সকাল পর্যন্ত তাকে আর গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সাইনুল জেলার কলমাকান্দার নলচাপড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলার কলমাকান্দার নলচাপড়া গ্রামের এক শিক্ষকের একটি ল্যাপটপ সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় সাইনুল ইসলাম, তার দুই ভাই ও বাবাকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা হয়। ওই মামলায় সাইনুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে গত ২ মে দুই দিনের পুলিশী হেফাজতে দেন নেত্রকোনার বিচারিক আদালত-৩ এর হাকিম আবদুল্লাহ হাবিব। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে হাকিম আবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাইনুল ইসলামকে আদালত থেকে কলমাকান্দায় নেওয়ার পথে পুলিশের হাত থেকে তিনি পালিয়ে যান। আজ সকাল ১০টা পর্যন্ত পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পারেনি পুলিশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।