নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান এলাকায় প্রাইভেটকারের চালককে কুপিয়ে গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ওই গাড়ির চালক কে এম রানাকে (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কলাবাগানে লাজ ফার্মার সামনে এ ঘটনা ঘটে।
কে এম রানা জানান, ভোর সাড়ে ৪টার দিকে তিনি লাজ ফার্মার সামনে প্রাইভেটকার রেখে চা খাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যানে করে ছয়-সাতজন যুবক এসে তার কাছে গাড়ির চাবি চায়। চাবি না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে রানাকে কুপিয়ে জখম করে গাড়ি (নম্বর ঢাকা মেট্রো-ল-২৫-৮২৭৫) নিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।