কলামনিস্ট ও শিক্ষক আফসান চৌধুরীর চার সপ্তাহের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় কলামনিস্ট ও শিক্ষক আফসান চৌধুরীর চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

​আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

ফেইসবুকে করা মন্তব্যের কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।