কলারোয়ায় সর্ব প্রথম অ্যাকুরিয়াম ফিস সেন্টারের উদ্বোধন

শেখ সেলিম – সাতক্ষীরা জেলা সংবাদদাতাঃ কলারোয়া থানায় সর্ব প্রথম অ্যাকুরিয়াম ফিস সেন্টারের উদ্বোধন করেছেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শেখ আলমগীর হোসেন।
সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় সর্বপ্রথম অ্যাকুরিয়াম ফিস সেন্টার-ডিসকভারী অ্যাকুরিয়াম ( রঙিন মাছের দোকানের) উদ্বোধন করেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শেখ আলমগীর হোসেন।
 কলারোয়ায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ( সরকারি কলেজের পাশে) সিহাব মার্কেটে এই অ্যাকুরিয়াম ফিস সেন্টারের উদ্বোধন করেন তিনি। ২০০২ সাল থেকে তিনি বিভিন্ন ভাবে মৎস্য ব্যবসার সাথে জড়িত আছেন। বর্তমানে  তিনি সাফল্যের সাথে কলারোয়া থানার  মুরারীকাঠী গ্রামে তার নিজস্ব হ্যাচারীতে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্রকার দেশী বিদেশী রঙিন মাছ উৎপাদন করছেন এবং সেই সাথে তিনি থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের আমদানিকৃত মাছ বিক্রয় করছেন।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তিনি তার হ্যাচারীর উৎপাদিত রঙিন মাছ সুনামের সাথে বিক্রয় করছেন। বর্তমানে তার হ্যাচারিতে ১২-১৪টি প্রজাতির রঙিন মাছ উৎপাদিত হচ্ছে। বিভিন্ন প্রকার রঙিন মাছ সহ সকল প্রকার অ্যাকুরিয়ামের দ্রবাদি যেমনঃ অ্যাকুরিয়ামের ছোট বড় জার,পাথর, এয়ার পাম্প, ওয়েস্ট ক্লিনার,দেশি বিদেশি খাদ্য, সৌন্দর্য বর্ধক চিত্র,প্লাস্টিকের ছোট বড় বিভিন্ন প্রকার গাছ,পাইপ,লাইট ইত্যাদি পাইকারি ও খুচরা বিক্রয় করছেন।