
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ১০ কেজি রূপাসহ দুই চোরাকারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকৃতরা হল সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা গ্রামের খলিলুর রহমান (৪০) ও সাতানী গ্রামের গোলাম নবী (৩০)।
শনিবার দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের মুরারিকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কলারোয়া সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে রূপাগুলো পাওয়া যায়। তাদের আটক করা হয়েছে।