
মানিকগঞ্জ প্রতিনিধি : কলেজছাত্রী সুপ্রিয়া সাহার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার সহপাঠীসহ মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা, পৌর কমিশনার আব্দুল রাজ্জাক রাজা, সহপাঠী মায়া সাহা প্রমুখ।
দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়ার লাশ গতকাল তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয় বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী দিপাঞ্জন, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা সরকারকে গতকালই পুলিশ গ্রেপ্তার করে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আটদিনের রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়েছে।