অর্থনৈতিক প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাচাঁমরিচের দাম বেড়েছে দিগুণ। শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচ ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে দুইশত টাকায়।
দোকানিদের মতে, পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে সরবরাহ ঠিক না থাকায় এ দাম বৃদ্ধি হয়েছে।
এছাড়া প্রতি কেজি করলা ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকা থেকে ৮০ টাকা, বেগুন ৫০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায়। অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, টমেটো ৮০ টাকা, বাধা কপি ৪০ টাকা (প্রতি পিস), ফুল কপি ৩০-৪০ টাকা (প্রতি পিস), চিচিঙ্গা ৪০ টাকা, শিম ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, আলু ২০-২২ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাঁজর ৫০ টাকা এবং পটল ৩৫ টাকা। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি হালি লেবু ২০-৪০ (মান ভেদে) এবং কাঁচকলা হালি ২৫-৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের বাজার স্থিতিশীল রয়েছে।
এদিকে ঈদ উল আজহার ছুটির রেশ না কাটার কারণে বাজারগুলোতে বেশীরভাগ দোকানই বন্ধ থাকতে দেখা গেছে। এছাড়া ক্রেতাও দেখা যায়নি তেমন।