ঝালকাঠি প্রতিনিধি ,মো.মোছাদ্দেক বিল্লাহ্
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শুক্রবার রাত ৮.৩০ মিনিটের সময় কাঁঠালিয়া উপজেলা সদরে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান ফারুক সিকদারের কবর জিয়ারত করেন।
এ সময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এসময় তার সাথে জেপি’র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, উপজেলা জেপি’র আহ্বায়ক এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানসহ কাঠালিয়া ও ভান্ডারিয়ার জেপি নেতৃবৃন্দ ছিলেন।
মন্ত্রী কাঠালিয়া পৌঁছলে ইউএনও ডা. শরীফ মো. ফয়েজুল আলম ও মরহুমের ছোট ভাই কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাকে স্বাগত জানান।
এরপর পরিবেশ ও বন মন্ত্রী মরহুমের বাসভবনে যান এবং তার স্ত্রী-সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক-সমবেদনা জানান। উল্লেখ্য, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।