নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেটদের কার্ড আগামী ২০ ও ২১ অক্টোবর বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, সম্মেলনের আর মাত্র চার দিন বাকি। দ্রুতই সময় ঘনিয়ে আসছে। ব্যস্ততা বাড়ছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে।
অপেক্ষায় আছেন সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেটরা। আগামী ২০ ও ২১ অক্টোবর ধানমন্ডির কার্যালয়ের সামনে অবস্থিত প্রিয়াংকা কমিউনিটি সেন্টার থেকে তারা কার্ড সংগ্রহ করতে পারবেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হবে। এবার সম্মেলনে সারা দেশ থেকে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলরের তালিকা করা হয়েছে। কাউন্সিলর এবং ডেলিগেট মিলে ১৩ হাজার ১৪০ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, সারা দেশ থেকে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
ইতিমধ্যে অভ্যর্থনা উপ-কমিটি থেকে অতিথি, কূটনৈতিক ও বিভিন্ন রাজনৈতিক দল বরাবর কার্ড বিতরণ শুরু করেছে।