কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোটের সংঘর্ষে আহত ৮

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি- শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে ৮ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম জানান, সকালে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বাকি যাত্রীরা সাঁতরে নিরাপদ স্থানে চলে গেছে বলে জানান তিনি।