নাটোর প্রতিনিধি : বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটার আত্রাই টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে তিনজন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনাগামী স্কয়ার কোম্পানির কাভার্ড ভ্যান টোল দেওয়ার জন্য টোল প্লাজায় অপেক্ষায় ছিল। এ সময় দ্রুতগামী ঝুট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড, ১৪-৩৪৮২) পিছন থেকে সেটিকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- মেহেরপুর সদরের চানবিল মহল্লার ট্রাক ড্রাইভার শামীম (২৮) ও একই এলাকার আতিকুর রহমানের ছেলে ট্রাকের হেলপার বাবু (৩৫)।
স্থানীয়রা আহত আওলাদ, চাঁন আলী, রফিকুলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত আওলাদ (৬০) জানান, ট্রাকের ড্রাইভার শামীম চোখে ঘুম নিয়ে চালাচ্ছিলেন। নিষেধ করলেও তার কথা না শুনে ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম বলেন, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।