কাজের বিনীময়ে ৪০ দিনের খাদ্য কর্মসূচী ৪ নং দিওড় ইউনিয়নে নুতন সড়কের কাজ আরম্ভ

রেজওয়ান আলী-দিনাজপুর: জেলা অর্ন্তরগত বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের ৩ নং ওর্য়াড ভূক্ত এরিয়ার মধ্যে শিয়ালা বুড়া সড়ক সাবেক সড়ক থেকে ধাঁনঘরা পর্যন্ত নুতন সড়কের কাজ আরম্ভ হয়েছে মর্মে জানা যায় । বিযয়টি স্বরজমিনে তদন্ত সাপেক্ষে প্রতক্ষ্য করা যায় যে,চল্লিশ দিনের কর্মসুচি কাজের বিনীময়ে খাদ্য প্রজেক্ট হতে এই কাজটি পরিচালিত হচ্ছে । ৪ নং দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে আরম্ভকৃত কাজটি শিয়ালা বুড়া সড়ক হতে ধাঁনঘরা নামক গ্রাম পর্যন্ত নুতন সড়কটির কাজ চলমান অবস্হায় অব্যাহত রয়েছেন । এ বিযয়ে চেয়ারম্যান হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি বহুদিন যাবৎ ধাঁনরা হইতে শিয়ালায় আশা যাওয়ার তেমন কোন রাস্তা নেই ভেবে দেখলাম জনগনের কষ্ট হচ্ছে বিধায় চল্লিশ দিনের কর্মসুচি কাবিখার কাজটি আমার হাতে আসায় আমি এই নুতন সড়কের কাজটি আরম্ভ থেকে শেষ কবর,আমি আমার ইউনিয়নের জনসাধারণের যে কোন ভোগান্তি হোক না কেন আমি সব সময় তাদের সঙ্গে আছি এবং সারাজিবন তাদের পাশে থাকব, সকল জনগনের নিকট আমি দোয়া প্রার্থনা করছি যাতে করে সারাটি জিবন তাদের সাথে সুখে দুঃখে পাশে থাকতে পারি । ধাঁনঘরা ও শিয়ালার জনসাধারণের নিটক এ বিযয়ে জানতে চাওয়া হলে তারা জানান যে,অনেক দিনের প্রতাশা আমাদের ধাঁনঘরা থেকে শিয়ালা পর্যন্ত একটি রাস্তা হবে, আজ কাজ শুরু হয়ে আমরা অনেক আনন্দিত এবং খুশি,এমনই চেয়ারম্যান হাফিজুর রহমানের মত মানুষ আমাদের পাশে সারা জিবন থাকবে এই প্রতাশা ও তার জিবনের দির্ঘায়ু কামনা করছি ।