কাটাখালি ও পার্শবর্তী এলাকায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

কাটাখালি অফিস। ফকিরহাট উপজেলার কাটাখালি ও পাশর্^াবর্তী এলাকায় সারাদেশের ন্যায় রাত ১২টা ১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ সময় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে প্রধান শিক্ষক প্রদুৎ কুমার দাশ ও সহকারী শিক্ষক শিক্ষিকারা এব বেতাগা বাজার কমিটির সাবেক সভাপতি শেখর রঞ্জন দাশ, বেতাগা বাজার কমিটির সাধারণ সম্পাদক তরুন কান্তি দাশ সহ কমিটির সদস্যরা শহিদের প্রতি শ্রদ্ধা ও মাল্য নিবেদন করেন।এছাড়া শহিদ স্মৃতি ডিগ্রী কলেজ, লখপুর আলহাজ ইসহাক আম্বিয়া স্কুল এন্ড কলেজ, এলাকার ধনপোতা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়, মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ বালিকা বিদ্যালয়, ,ভবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষটতলা প্রথমিক বিদ্যালয়, শ্রী রাম কৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভদিয়া কে,বি, মাধ্যমিক বিদ্যালয় সহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় যথাযোগ্য ভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।এবং সকালে বেতাগা বাজরে মেইন মেইন সড়কে র‌্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।