কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান সকল কে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরোলোক গমন করেন

কাঠালিয়া প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ.
কাঠালিয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি,, সরল মনের একটি মানুষ। তার সাথে কখনো কারো সথে দল বা যেকোনো বিষয় মনমালিন হয় নি। যার অগ্রাধিকার উপজেলা আওয়ামী লীগে সবচেয়ে বেশি
যার উপর ভরসা উপর করত কাঠালিয়ার জনগন।জনগন ছিল কাছে সব কিছু।
জনাব মরহুম আলহাজ্ব মো.ফারুক সিকদার আজ সন্ধ্যা৭.৩০ মিনিটে দিকে,, ঢাকা স্কয়ার হাসপাতালে I.C.U.তে লাইফ সাপোর্ট অবস্থায় সকল কে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরোলোক গমন করেন,,ইন্নানিল্লাহি রাজেউন,,,,,,,, আমরা তার পরিবারকে সমবেদনা জানাই,