
ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ্
কাঠালিয়ায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে একাধিক স্থানে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জাতির জনক, প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্থানীয় সংসদ বজলুল হক হারুনের ছবি সম্বলিত ফেষ্টু ও আলোক সজ্জায় নতুন রূপ নিয়েছে বাসষ্টান্ডসহ মহাসড়ক সংলগ্ন রাস্তার মোড়েগুলো।
উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন জানান, জাতীয় সম্মেলনে কাঠালিয়া থেকে একশজন কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবে। এ উপলক্ষে উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে একাধিকবার প্রস্তুতি সভা করা হয়েছে।