আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কুইবেকের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার রাতে কুইবেক সিটির ইসলামি কালচারাল সেন্টারের শিমা সেইন্ত-ফোয় এর মসজিদেে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪০ জন।
সেন্টারের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বেশ কয়েকটি জরুরি যান মসজিদের বাইরে অবস্থান করছে। ওই ভিডিওর ওপরে লেখা রয়েছে ‘কিছু লোক নিহত’।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কমপক্ষে তিনজন বন্দুকধারী এ হামলায় জড়িত। হামলাকারীদের দমন করতে কানাডার ভারী অস্ত্রসজ্জিত পুলিশের একটি বিশেষ দলকে মসজিদের ভেতর ঢুকতে দেখা যায়।
উল্লেখ্য, গত বছরের জুনে এই মসজিদের দরজায় একটি কাগজে মোড়ানে শূকরের মাথা ‘উপহার’ হিসেবে রেখে যায় দুর্বৃত্তরা, যাতে লেখা ছিল ‘সাদরে আহার করুন’।