আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এবার আবাসিক ও বাণিজ্যিক এলাকায় হামলা হয়েছে। কাবুলজুড়ে হামলা আতঙ্ক বিরাজ করছে।
সোমবার রাতে কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে জোড়া বোমা হামলায় ২৪ জন নিহত হয়। রাত পার হয়ে মঙ্গলবারের সূর্যোদয় হতে না হতেই আবার হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল।
হামলাকারীরা একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে। এটি এখনো পরিষ্কার নয়, সেখানে তারা হামলা চালানোর উদ্দেশ্যে ঢুকেছে কি না।
আলজাজিরা অনলাইন এ খবর দিলেও বিবিসি অনলাইন জানিয়েছে, আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান পামলারিনায় ঢুকে কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে রাজধানী কাবুলে সন্ত্রাসীদের হামলার পর ওই আবাসিক ও বাণিজ্যিক এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কাবুলে থমথমে অবস্থা রিবাজ করছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দাতব্য প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এক কর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এতে কয়েকজন আহত হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ জনকে।
সোমবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জনতার ভিড় লক্ষ্য করে হামলা চালানো হয়। এর দায় স্বীকার করে তালেবান।
আফগান সরকারের দাবি, মঙ্গলবারের হামলাও চালিয়েছে তালেবান।