
অধিকারের দাবিতে কাবুলে নারীদের এক বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে দেশটির ক্ষমতা দখলকারী তালেবান। খবর বিবিসির।
বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা একটি সেতু থেকে হেঁটে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছোঁড়া হয়।
Video: A number of women rights activists and reporters protested for a second day in Kabul on Saturday, and said the protest turned violent as Taliban forces did not allow the protesters to march toward the Presidential Palace. #TOLOnews pic.twitter.com/X2HJpeALvA
— TOLOnews (@TOLOnews) September 4, 2021
আফগান নারীরা বাইরে কাজ করার অধিকার এবং সরকারে অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে বিক্ষোভে অংশ নেন। এর আগে তালেবানের পক্ষ থেকে বলা হয়—কিছু দিনের মধ্যে তারা তাদের প্রশাসনের গঠন কাঠামো ঘোষণা করবে। তবে তালেবান বলেছে—তাদের গঠিত সরকারে নারীরা থাকতে পারবে, কিন্তু কোনো মন্ত্রীর পদে নয়।
অনেক আফগান নারী আশঙ্ক করছেন—১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে নারীদের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, এবারও একই আচরণ আবারও করা হবে কি না। তালেবানের ওই শাসনকালে নারীদের বাইরে বের হতে হলে মুখমণ্ডল ঢেকে রাখতে হতো এবং ছোটখাটো অপরাধের জন্যও কঠোর শাস্তি দেওয়া হতো।