বিশেষ প্রতিবেদকঃ বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে ২০০ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এ ত্রাণ ও ইফতার সামগ্রী দেওয়া হয়। এছাড়া ঢাকা বিকেলে কলেজের সামনে প্রায় ২৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি মুক্তাদির হোসেন তরু, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, রাজু আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ গাফফার হোসেন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি মোস্তাক আহমেদ, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি সোহেল আরমান, দনিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরকার, সদস্য সচিব নূর মোহাম্মদসহ মহানগর, থানা ও কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।