কারখানা বন্ধ ও বেতনের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

জেলা প্রতিবেদকঃ পোশাক কারখানা বন্ধ ও বেতনের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন আশুলিয়ার ২ কারখানার শ্রমিকরা।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে আশুলিয়ার গৌরিপুরের মোরাদ অ্যাপারেলসের ৬০০ শ্রমিক ও খেঁজুরবাগান এলাকার লন্ড্রি ওয়াশিং লিমিটেডের প্রায় ৯০০ শ্রমিক এ আন্দোলন করে শুরু করে।

শ্রমিকরা জানান, করোনা ভাইরাসের কারণে আশেপাশের প্রায় সব কারখানা বন্ধ রয়েছে। তারা কারখানা আসা-যাওয়ার সময় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কারখানায় যাওয়ার সময় পরিবহন পাওয়া যায় না। প্রশাসন সব শ্রমিকদের একত্রিত হতে দেয় না। এ অবস্থায় শ্রমিকরা ৪ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত ছুটির দাবিতে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন করছে।

এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা খাইরুল ইসলাম মিন্টু বলেন, বর্তমানে কারখানার তৈরি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার কোনো যুক্তি দেখছি না। অন্তত শ্রমিকদের কথা চিন্তা করে কারখানাগুলো বন্ধ দেওয়া উচিত।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবো।