ঢাকা : জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে- এই খবরে কারাগারের সামনে ও রাস্তায় উৎসুক জনতা ভিড় করেছেন।
শনিবার দুপুরের পর কারাগারের সামনের রাস্তায় লোকজনের বেশ উপস্থিতি দেখা যায়। জায়গায় জায়গায় চোখে পড়ে মানুষের জটলা। নিরাপত্তার অংশ হিসেবে এই সড়কে সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে।
কারা ফটকের কাছেই দেখা হয় মধ্যবয়সী হোসেন আলীর সঙ্গে। তিনি কোনাবাড়ি থেকে এসেছেন। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘ফাঁসি হবে- এই শুনে এসেছি।’ হযরত আলী নামের আরেক জন বলেন, ‘কারাগার এলাকায়ই আমার বাড়ি। পরিস্থিতি দেখার জন্য এসেছি।’
শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কাশিমপুর কারাগারের পথের পাশের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। কমিউনিটি পুলিশ রাস্তার দুপাশে অবস্থান নিয়েছে। কারাগারের মূল ফটকে র্যাবের সদস্যরা রয়েছেন সশস্ত্র অবস্থায়। এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলছিলেন, ‘নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। পুলিশের সঙ্গে র্যাবসহ সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন করা হয়েছে।’