কারাগারে থাকা ৪১ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের ও ঢাকা জেলার বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৪০ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরের ৩৬ ও ঢাকা জেলার ৫ শিক্ষার্থী রয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।