নিজস্ব প্রতিবেদক, যশোর : মঙ্গলবার যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোপা কাজী নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান। লোপা কাজী খুলনা জেলার দন্দুকাঠী গ্রামের মৃত রেশজন কাজীর ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, লোপা কাজী গোপালগঞ্জের একটি ডাকাতিসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাকে দীর্ঘদিন কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে মঙ্গলবার সকালে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, লোপা কাজীকে সকাল ৯টা ২২ মিনিটে ভর্তি করা হয়। এ সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।