কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে রিট

বিশেষ প্রতিবেদকঃ দেশের সব কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে একটি রিট আবেদন জমা দিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

রোববার (১৭ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে ই-মেইলযোগে এ আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকে বিবাদী করা হয়েছে।

পরে তিনি সাংবাদিকদের জানন, দেশের সব কারাগারে প্রায় ৮৯ হাজার কারাবন্দি রয়েছে। এসব কারাবন্দি ও কারারক্ষীদের সাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কি কি প্রস্তুতি ও পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে তা আদালতকে জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।