বিনোদন ডেস্ক : বিয়ে করলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। প্রেমিকা প্রিয়া সাচদেবকেই বিয়ে করেছেন তিনি। ইন্ডিয়ান-আমেরিকা হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী প্রিয়া।
সঞ্জয় ও প্রিয়ার প্রথম দেখা হয় নিউ ইয়র্কে। পাঁচ বছর প্রেম করে সম্প্রতি ঘরোয়াভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে নিউ ইয়র্কে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
২০০৩ সালের সেপ্টেম্বরে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয়। ২০১৬ সালের এপ্রিলে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বর্তমানে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে কারিশমার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও খবর চাউর হয়েছে।