কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন।

রোববার সকালে কালিয়াকৈর উপজেলার নয়ানগর এলাকায় মৈত্রী ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার এসআই রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী ট্রেনটি নয়ানগর এলাকায় যখন পৌঁছে সে সময় একটি প্রাইভেটকার অরক্ষিত রেলক্রসিং পার হতে চেষ্টা করে। লাইনে উঠে পড়া কারটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই নারী, দুই শিশু ও প্রাইভেটকারচালক নিহত হন। এ ঘটনার পর বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।