আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ শনিবার(০৩ডিসেম্বর) করিমপুর নূরজাহান-সামসুন্নাহার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ ।সকাল ১১টায় উপজেলার কেন্দ্রিয় স্মৃতী সৌধ প্রাঙ্গনে বিভিন্ন এলাকা থেকে শত শত প্রতিবন্ধী ও অবিভাবক সমবেত হয়। পরে এক বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ওই স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাশ, করিমউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, তুষভান্ডার মহিলা কলেজের প্রভাষক রেফাজ রাঙ্গা, করিমপুর নূরজাহান-সামসুন্নাহার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল জেসমিন আরা পলি প্রমুখ।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী শিক্ষক মো.জহেদুল ইসলাম।বক্তরা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও মানুষ। দেশের অন্য নাগরিকের মতো প্রতিবন্ধীদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের।সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ১৪০ কম্বল বিতরণ করা হয়।