
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী সুস্মিতা সেনকে ১ টাকার জন্য শিক্ষিকার বেত্রাঘাতে আহত হয়ে শনিবার (০৩ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হয়েছে। আহত ছাত্রী কাশীরাম গ্রামের মৃত সমির এর কন্যা।
জানাযায়, ওই স্কুলের সহকারী শিক্ষিকা এবং তুষভান্ডার গ্রামের দুখু মিয়ার স্ত্রী তাহেরা আক্তার বিনা ইংরেজী ক্লাস নেওয়ার জন্য প্রথম শ্রেণীর কক্ষে যান। ওই ছাত্রীকে ডেকে ১০ টাকার একটি নোট দিয়ে ৩টি পান আনতে বলেন। যেহেতু ৩টি পানের দাম ৯টাকা। দোকানদার ১ টাকা ফেরতের বদলে একটি চকলেট ঐ ছাত্রীর হাতে ধরিয়ে দেন।আহত ছাত্রী সুস্মিতা চকলেটটি খেয়ে পান তিনটি শিক্ষিকার হাতে দেন। পান হাতে নিয়ে শিক্ষিকা বাকী ১টাকা ছাত্রীর কাছে চায়। টাকা দিতে না পারায় শিশুটিকে বেত্রাঘাত করে। শিশুটি অসুস্থ্য হয়ে গেলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।জানতে চাইলে শিক্ষিকা তাহেরা আক্তার বিনা বলেন, আপনি এখন কোথায়? আপনার সঙ্গে পরে কথা হবে বলে ফোন কেটে দেন।কাশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভারতী রানী সরকার বলেন, মেয়েটি অসুস্থ্য তাই তাকে মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনিও শিক্ষিকার বেত্রাঘাতের কথা অস্বীকার করে ফোন কেটে দেন।এদিকে এলাকার সচেতন মহল শিক্ষিকার আচরনে ক্ষুব্ধ। তারা অচিরেই এই শিক্ষিকার শাস্তি দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ছাত্র/ ছাত্রী অভিযোগ করে বলে, স্কুলের অনেক কাজই সব শিক্ষক-শিক্ষিকা মিলে আমাদের দিয়ে করিয়ে থাকেন। আর কাজে একটু ভুল হলে তারা আমাদের শাস্তি দিয়ে থাকেন।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ জানান, খবর পেয়ে তিনি শিশুটিকে দেখতে হাসপাতালে জান। এবং চিকিৎসা সহ প্রয়োজনীয়সব ব্যাবস্থা করেন।
তিনি আরও জানান তাহেরা কাজটি ঠিক করেনি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এবং তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।