ঝিনাইদহ প্রতিনিধি : জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আক্তার হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার বারোবাজার ফুল বাড়িয়া রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আক্তার হোসেন একই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইসহাকের ছেলে।
ঝিনাইদহের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কালীগঞ্জ উপজেলার বারোবাজারের ফুলবাড়িয়া রেল ক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় আক্তার হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
তিনি জানান, তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসি কার্যকালাপের অভিযোগ রয়েছে।