কাল থেকে শুরু হচ্ছে বরগুনায় ৪ দিন ব্যাপী জাতীয় আয়কর মেলা

আবুল হাসান বেল্লাল, অনুসন্ধান প্রতিবেদক: করদাতাদের কর দিতে উৎসাহ ও সেবা দিতে ৮ম বারের মত সারাদেশের ন্যায় বরগুনায় আগামী কাল থেকে ৪দিন ব্যাপী জাতীয় আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা শিল্প কলা একাডেমী প্রাঙ্গণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। করদাতারা এখান থেকে সব ধরনের সেবা পাবে। এছাড়া প্রথম বারের মত সরকারী চাকুরী জীবিদের জন্য রির্টান বাধ্যতা মূলক করা হয়েছে। কর সার্কেল -১৫ বরগুনার উপ-কর কমিশনার মোঃ আল আমিন জানান কর দাতা বাড়াতে ও সচেতন করতেই আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বরগুনায় ৪০ লক্ষ টাকার উপরে আয়কর জমা হতে পারে। এ মেলায় আয়কর বিবরনী দাখিল করতে পারবে আয়কর দাতারা। প্রতি বছর করদাতাদের উপস্থিতি বাড়াতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় আয় করদাতারা তাদের রির্টান জমা দিতে পারবে। আয়কর মেলায় যে সকল সুবিধা প্রদান করা হবে তার মধ্যে নূতন করদাতাদের জন্যে ঞওঘ জবমরংঃৎধঃরড়হ এবং পুরাতন করদাতাদের জন্যে ঞওঘ জব- ৎবমরংঃৎধঃরড়হ করার সু- ব্যবস্থা। আয়কর রিটার্ন ও চালান ফরম এবং সিটিজেন চার্টার প্রদান। মেলায় আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা ও তাৎক্ষনিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান। হেল্প ডেস্ক এর মাধ্যমে করদাতাগনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান। অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমা দানে সহায়তা প্রদান। ইÑ পেমেন্ট এর মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা। মেলা প্রাঙ্গনে সোনালী ও জনতা ব্যাংক এর অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা। মেলা প্রাঙ্গনে ভ্যাট ও স য় অধিদপ্তরের বুথ থাকবে। নতুন করদাতাগন অবশ্যই আয়কর রিটার্ননের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি নিয়ে আসতে বলা হয়েছে।