কাশ্মিরে ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাদের একটি বহরে সন্ত্রাসীহামলায় তিন সেনা নিহত হয়েছে। এসময় আরো এক বেসামরিক নারী গুলিতে নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো চারজন।

শোপিয়ান জেলায় বুধবার মধ্যরাতের পর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনারা মাতৃগ্রামে সন্ত্রাসবিরোধী অভিযান শেষে ব্যারাকে ফিরছিল। সাতটি গাড়ির ওই বহরে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। জবাবে পাল্টা গুলি চালায় সেনারা। প্রায় এক ঘণ্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলেই গুলিতে এক সেনার মৃত্যু হয়। জান বেগম নামে এক নারী তার বাড়িতেই গুলিবিদ্ধ হলে সেখানেই তার মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদের দুইসেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রিনগর নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত তিন সপ্তাহে জম্মু ও কাশ্মিরে সেনাদের ওপর এটি ছিল চতুর্থ বড় ধরণের হামলা। আগের তিনটি হামলায় এক মেজরসহ ছয় সেনার মৃত্যু হয়েছে।