আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানশাসিত কাশ্মীরে সন্ত্রাস নির্মূলে ছয় মাস সময় চায় ভারতের সেনাবাহিনী।
সরকারকে সেনাবাহিনী জানিয়েছে, ছয় মাসের মধ্যে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী আস্তানা ধ্বংস করে দিতে সক্ষম তারা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন, কাশ্মীরে সন্ত্রাস মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। বারামুলায় সেনাঘাঁটিতে যে হামলা হয়েছে, সে ধরনের আরো হামলার আশঙ্কা রয়েছে।
সন্ত্রাস নির্মূলে তাৎক্ষণিক অভিযানই শেষ কথা নয়। এ জন্য তারা মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন।
সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পরিকল্পিত অভিযান চালানোর কথা বলেছেন সেনাবাহিনী অভিযান বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। সন্ত্রাসী চক্র পিছু হটেছে ঠিকই। কিন্তু প্রকৃতপক্ষে ভালো কিছু অর্জন করতে হলে মধ্যমেয়াদি অর্থাৎ ন্যূনতম ছয় মাসব্যাপী অভিযান পরিকল্পনা নিতে হবে।
ভারতের জেনারেলরা ধারণা করছেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে পাকিস্তানভিত্তিক ও পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা সামনের দিনগুলোতে লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনা অবস্থানে আরো হামলা চালাতে পারে।