রেজাউর রহমান : কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ৩য় দফা বৈঠক করেছে তদন্ত কমিটি।
এনবিআরের উর্ধ্বতন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২৩ অক্টোবর গঠিত তদন্ত কমিটির ৩য় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল জব্বারের সই করা চিঠির সূত্র ধরে এ তথ্য জানা যায়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম আশরাফুন্নেচ্ছার (সঞ্চয়, স্ট্যাম্প ও আইসিটি) অফিসকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভা সূত্রে জানা যায়, সভায় কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে সভা থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সভায় কাস্টমস কর্মকর্তার লিখিত বক্তব্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে আবারো বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।