জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে নিজ বাড়িতে আসেন ওই ব্যবসায়ী। বাড়িতে আসার পর থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে নিজ বাড়িতেই তিনি মারা যান। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তার শরীরের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বুধবার দিনগত রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, করোনা আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে