কিশোরগঞ্জে ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

উপজেলার চরিয়াকোণা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে পিকআপ ভ্যান ধাক্কা দিলে সাজ্জাদুল ইসলাম সাদী (১৭) মারা যায়। সাদী কটিয়াদী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কটিয়াদী পূর্বপাড়ার আব্দুল রশিদ মাস্টারের ছেলে।

বেলা সাড়ে ১১টায় ওই মহাসড়ক ধরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সাজ্জাদুল ইসলাম সাদী। পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।