কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কোয়ার্টার লকডাউন

জেলা প্রতিবেদকঃ নীলফামারীর কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফের একজন ভ্যাকসিন পোর্টার করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে লকডাউন করা হয়েছে পাঁচটি কোয়ার্টার।

শনিবার (১৬ মে) সকালে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ভ্যাকসিন পোর্টার করোনা আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ১০ মে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ তার শরীরে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার আইইডিসিআর থেকে আসা রিপোর্টে জানা যায় তিনি করোনা পজিটিভ। তাকে নীলফামারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে তিনি যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন তাই পাঁচটি কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।