নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে পরিবারের সদস্যদের সামনে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. আনোয়ারের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রুকনুজ্জামান।
তিনি বলেন, রোববার ভিকটিম কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আনোয়ার নামের একজনকে গ্রেপ্তার করেছেন। রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আজ (সোমবার) আদালতে তোলা হয়েছে। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
তিনি বলেন, ‘আনোয়ার আমাদের প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে, তার ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি, দ্রুত গ্রেপ্তার করা যাবে।’
ভিকটিম কিশোরীর মামা আব্দুল গণির বরাত দিয়ে উত্তরা থানার উপপরিদর্শক মো. ওয়াদুদ জানান, দক্ষিণখানের মধুবাগে বাড়ির একটি কক্ষে তারা থাকতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে আব্দুল গণির নাম ধরে দরজায় কেউ ডাকে। পরিচিত ভেবে তিনি দরজা খুলে দেন। এ সময় জোর করে আনোয়ারসহ তিনজন ঘরে ঢুকে পড়ে। বাইরে তিনজন ছিল। আনোয়ার পরিবারের সবার সামনে ওই কিশোরীকে ধর্ষণ করে। আনোয়ার ও তার সঙ্গীরা যাওয়ার সময় পাঁচটি মোবাইল, সাত হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান, ভিকটিম কিশোরীর বাড়ি খুলনায়। গার্মেন্টসে চাকরি করার আশায় সে গত মাসের ৩০ তারিখ ঢাকার মামার বাসায় আসে।