কী করেছেন তিনি?

ক্রীড়া ডেস্ক : আইপিএলের ইতিহাসে সন্দীপ শর্মা একমাত্র বোলার। কী করেছেন তিনি? শুক্রবার রাতে অনন্য এক কীর্তি গড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের। যা আইপিএলের ইতিহাসে এর আগে আর হয়নি।

শুক্রবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ রানের মাথায় উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সন্দীপ শর্মার বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন গেইল (০)। ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বেঙ্গালুরু। এবার ফিরে যান বিরাট কোহলি। সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে যান ভারতের অধিনায়ক।

৩৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বেঙ্গালুরু। এবার আউট হন এবি ডি ভিলিয়ার্স। তাকেও নিজের শিকারে পরিণত করেন সন্দীপ শর্মা। আর এর মধ্য দিয়ে সন্দীপ গড়েন অনন্য এক কীর্তি। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো বোলার ক্রিস গেইল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মতো বড় তারকার উইকেট নিয়েছে।

৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

শুক্রবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি করতে পারেনি বেঙ্গালুরু। লো স্কোরিং ম্যাচে ১৯ রানের দারুণ এক জয় পায় কিংস ইলেভেন পাঞ্জাব।