কী ঘটতে পারে আর কী পারে না

এই সাবধানবাণী অতি প্রাচীন। একে অবহেলা করলে কাক কুপিত হয়। তখন কী ঘটতে পারে আর কী পারে না, তা কিন্তু বলা মুশকিল
আাবার ‘কাক চরিত্র’। অতি প্রাচীন এই শাস্ত্র কতভাবে যে মানুষের উপকার করেছে এবং করে চলেছে, তার ইয়ত্তা নেই। ক’দিন আগে এই গ্রন্থ থেকে বশীকরণের সহজ একটা উপায় শেয়ের করেছিলাম। সোশ্যাল মিডিয়ায় পাঠকরা জানিয়েছেন, তাঁরা আমোদ পেয়েছেন। সেই ভরসাতেই আবার কাকের শরণ নিচ্ছি। এবারের এপিসোড খুবই জরুরি বিষয় নিয়ে। কাকের গতিবিধি দেখে কী করে বোঝা যেতে পারে শুভাশুভ, তারই হদিশ দিয়েছে ‘কাক চরিত্র’।

আসুন, জেনে নেওয়া যাক ব্যাপার-স্যাপার।

• কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। এমন সময়ে দেখলেন, কোনও উঁচু জায়গা থেকে কাক উড়ে নীচের দিকে নামছে। যাত্রা স্থগিত রাখুন। এমন দৃশ্য দেখার পরে আপনার কোনও কাজই সিদ্ধ হবে না।

• যদি দেখেন উপর থেকে নীচে উড়ে আসা কাক মুখে মাংসখণ্ড নিয়ে নামছে, তা হলে ফুটপাথ ধরে চলুন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

• কাক যদি কোথাও যাত্রাকালে মুখ থেকে হাড় বা আবর্জনা ফেলে, তবে জানবেন আপনার যাত্রা তো পণ্ড হলই,
সেই সঙ্গে বেশ কিছু শত্রুও তৈরি হয়ে রইল আপনার পিছনে।

• যাত্রাকালে যদি দেখেন কাক মুখে ফলের টুকরো নিয়ে পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর থেকে দক্ষিণে উড়ে যাচ্ছে, তবে বুঝতে হবে সময় শুভ। যে কাজে বেরচ্ছিলেন, তা সফল হবেই।

• কোনও রোগীর রোগশয্যার পাশে যদি কোনও কাক মাংসের টুকরো বা লাল কাপড়ের ছেঁড়া টুকরো ফেলে যায়, বুঝতে হবে সেই ব্যক্তির অসুখ আর সারার নয়।

• মন সুখ করে সাট্টা অথবা জুয়া খেলতে বসেছেন। এমন সময়ে আপনার মাথার উপরে কাক কা-কা শব্দ করে উড়ে গেল। আসর থেকে উঠে পড়ুন। এদিন খেলায় আপনি দফায় দফায় হারবেন।

• রবিবার যদি কোনও কুয়োয় কাক মরে পড়ে থাকতে দেখেন, তবে বুঝবেন অজন্মা বা মহামারী আসন্ন।

উপরের সাবধানবাণী অতি প্রাচীন। একে অবহেলা করলে কাক কুপিত হয়। কিছু করতে না পারুক, গাছতলায় বাসের জন্য অপেক্ষমাণ অবস্থায় অথবা চায়ের দোকানে চা খাওয়ার সময়ে অথবা ভরদুপুরে ডেটিংয়ে বেরনোর সময়ে সদ্য পাটভাঙা জামায় **** করে দিতেই পারে তখন যেন বলবেন না, কেন আগে সাবধান করে দিইনি!