কী ভাবে মাইক্রোওয়েভে রান্না করা খাবার ক্ষতি করে আপনার শরীরের

অফিসের তাড়া? খাবারের সমস্ত উপাদান দিয়ে মাইক্রোওয়েভে বসিয়ে দিন। আপনার রেডি হতে হতে তৈরি হয়ে যাবে খাবারও। আবার ফ্রিজে রাখা ঠান্ডা খাবার দু’মিনিটে গরম করে নিতে সহজ উপায় মাইক্রোওয়েভ। কিন্তু জানেন কি আপনার সর্বক্ষণের সঙ্গী এই যন্ত্রটিই আসলে আপনার শরীরের ভিলেন? কী ভাবে মাইক্রোওয়েভে রান্না করা খাবার ক্ষতি করে আপনার শরীরের? জেনে নিন গ্যালারি থেকে।