কুকরি-মুকরিতে গ্রামীণ এন্টারপ্রাইজ’র ২য় শো-রুমের শুভ উদ্বোধন

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানা বিছিন্ন দ্বীপ চরকুকরি মুকরিতে গ্রামীণ এন্টারপ্রাইজ’র ২য় শোরুমের শুভ উদ্ভোধন করা হয়েছে। গত (১৮জুলাই) সকালে মিলাদ মাহফিলের মাধ্যমে এ শো-রুম শুভ উদ্ভোধন করা হয়। গ্রামীণ এন্টারপ্রাইজে মূলত মাল্টিব্রান্ড ওয়াল্টন, কনকা, ভিশন, মিনিস্টার ইলেকট্রনিক্সের ফ্রিজ, টিভি, এসি, ও বিভিন্ন হোম এপ্লায়েন্স ডেকোরেটর ইলেকট্রনিক্স পন্য বিক্রি করা হয়।
গ্রামীণ এন্টারপ্রাইজ এর প্রোফাইটার  মোঃ মনির হোসেন ফারুক ও পরিচালক মোঃ সোহাগ জানান তাদের দক্ষিণ আইচা বাজার সদর রোডে গ্রামীণ ইলেকট্রনিক্স এর মাধ্যমে যাত্রা শুরু হয়ে গ্রাহক চাহিদার ও গ্রাহকের সুবিধা মাথায় রেখে চরকুকরি মুকরিতে তাদের ২য় শোরুমের যাত্র শুরু করা হয়।
উক্ত উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন চরকুকরি মুকররি যুবলীগ সভাপতি ফারুক মজুমদার, সম্পাদক আনোয়ার হাওলাদার, পরিবার উন্নয়ন (এফডি) সংস্থার ইকো-ট্যুরিজম প্রজেক্ট ম্যানাজার আনিচ হাওলাদার, ও ছাত্র লীগের সভাপতি মফিজ সহ প্রমুখ।